খুলনার খবর ||খুলনার আলোচিত এস আই সুকান্ত এখন চুয়াডাঙ্গা জেলায় বিশেষ পুলিশি হেফাজতে রয়েছে বলে শোনা গেছে। খুলনা নগরীর খানজাহান আলী থানা পুলিশ গত ২৪ জুন মঙ্গলবার রাতে এস আই সুকান্ত দাশকে ছেড়ে দিলে সে বুধবার ভোরে চুয়াডাঙ্গায় তার কর্মস্থল আলমডাঙ্গা থানায় যোগদান করে।
পরে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা পুলিশের হেফাজতে নেওয়া হয় সুকান্ত-কে। সে পুলিশি হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
গত ২৪ জুন মঙ্গলবার খুলনার আলোচিত পুলিশের এস আই সুকান্ত দাশকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় দেখতে পেয়ে সাধারণ জনতা মারধর করে, পরে তাকে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়। রাতে তাকে ছেড়ে দেয়া হয়। প্রতিবাদে ছাত্র-জনতা কেএমপির সদর দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং কমিশনারের পদত্যাগ দাবি করেন।
এসআই সুকান্ত দাশ মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনার বাড়িতে ভাঙচুরসহ বিএনপি নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পরে দায়েরকৃত তিনটি মামলার আসামি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।