ফেলনা নয় লিচুর খোসা
অদিতি সাহা,খুলনার খবর ||সময় এখন লিচুর। বাজারে মিলচে মিষ্টি স্বাদের রসালো এ ফল। লিচু অনেক পুষ্টিতে ভরপুর। এর অনেক গুণও রয়েছে। লিচু খাওয়ার পর এর খোসার জায়গা হয় ডাস্টবিনে। তবে জানলে অবাক হবেন, এগুলো মোটেও ফেলনা নয়। লিচুর খোসা অনেক কাজে লাগাতে পারেন।
১. গাছপালার সার :
বাগানের সতেজতা বৃদ্ধি করতে বাজারের কেনা সার ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। তবে এখন সার কিনতে টাকা খরচ করার দরকার নেই। লিচুর খোসা পিসে সার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে আছে পটাশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো অনেক পুষ্টি উপাদান যা গাছের বৃদ্ধির জন্য অপরিহার্য।
খোসা ভালো করে শুকিয়ে পিষে নিন। এবার এই গুঁড়ো সরাসরি টব বা বাগানের মাটিতে মিশিয়ে দিন। এই গুঁড়ো ধীরে ধীরে গাছগুলোকে পুষ্ট করবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করবে। ফুল গাছের জন্যও এটি উপকারি হতে পারে।

২. কীটনাশক স্প্রে :
লিচুর খোসায় এমন কিছু যৌগ আছে যার গন্ধ কিছু পোকামাকড় পছন্দ করে না। লিচুর শুকনো খোসা পিষে নিন এবং এই গুঁড়োটি পানির সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ এই বোতলে ভরে এমন জায়গায় ছিটিয়ে দিন যেখানে পিঁপড়া বা অন্যান্য ছোট পোকামাকড় আসে। বিশেষত রান্নাঘরের তাক বা জানালার কাছে রাখুন। এই গুঁড়ো ব্যবহারে পোকামাকড়ের আক্রমণ কমবে।

৩. প্রাকৃতিক পরিষ্কারক :
লিচুর খোসা শুকিয়ে গুঁড়ো করে প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য, এই গুঁড়ো সামান্য পানির সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। জামা কাপড়ে লেগে থাকা হালকা দাগ পরিষ্কার করতে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।