1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা - Khulnar Khobor
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক।

ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।

বুধবার (২ জুলাই) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা যৌথভাবে নগরীর বাস্তুহারা ও রূপসা চরে বসবাসরত নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা আধুনিকায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানি অনুপ্রবেশের কারণে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় গ্রামীণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে শহরে চলে আসছে। এই অভিবাসীদের অনেকেই বিভিন্ন বস্তিতে বসতি স্থাপন করছে, যেখানে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি সীমিত। ফলে এখানের বাসিন্দারা- বিশেষ করে মহিলা ও শিশুরা পানিবাহিত রোগের পাশাপাশি ত্বকের সংক্রমণ, শ্বাসকষ্ট এবং প্রজনন ব্যাধিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়।

এই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে পানীয় জল, স্যানিটেশন এবং হাইজিন পরিষেবাগুলি আধুনিকায়ন করাই এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রকল্পের আওতায় উল্লেখিত বস্তি দু’টিতে নিরাপদ পানীয় জলের জন্য ওয়াটার এটিএম বুথ স্থাপন, ময়লা পানি শোধনাগার, স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নিম্ন-আয়ের পরিবারের প্রায় ৮০ হাজার সদস্য উপকৃত হবেন বলে সভায় জানানো হয়।

এছাড়া সভায় বাস্তুহারা এবং রূপসার চর বস্তিতে দূষিত পানি শোধনাগার স্থাপনের জন্য জমি বরাদ্দ এবং পানি শোধনাগারের জন্য লেআউট ও নকশা অনুমোদন, পয়ঃনিষ্কাশন পাইপলাইন স্থাপনের জন্য বিদ্যুৎ সংযোগ, সেপটিক ট্যাঙ্ক নির্মাণসহ ড্রেনের সাথে সেপ্টিক ট্যাঙ্কের সংযোগ বন্ধ,
ঝুলন্ত ল্যাট্রিন অপসারণ, সেপ্টিক ট্যাঙ্ক পরিস্কারের জন্য দরিদ্র বান্ধব মূল্য নির্ধারণের বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

নগরবাসীর জন্য কল্যাণকর যে কোন কাজে কেসিসি’র সার্বিক সহযেগিতার আশ্বাস দিয়ে প্রশাসক বলেন, গৃহীত প্রকল্পটি সময়োপযোগী। তিনি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপকারভোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণে কেসিসি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: হুসাইন শওকত এবং ইউনিসেফ-এর চীফ অব ওয়াশ পিটার মায়েস। অন্যান্যের মধ্যে খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ, ইউনিসেফ-এর খুলনা বিভাগীয় প্রধান মো: কাওসার হোসেন, ওয়াশ অফিসার মো: মনিরুল আলম, ডা. ফারিয়া ফাহিম বাধন, মো: আশফাকুর রহমান, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, ৯ ও ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এফ এম ফয়সাল ও প্রণব কুমার ঘোষসহ সংশ্লিস্ট এনজিও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রকল্প বিবরণী তুলে ধরেন ইউনিসেফ-এর ওয়াশ স্পেশালিস্ট মো: শফিকুল আলম।

এছাড়া সভায় মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর ট্রেড ভিশন লি: ও ইসোর্স এন্টারপ্রাইজের প্রতিনিধি, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনার উপর নবলোক পরিষদ ও চার্ম লি: এর প্রতিনিধি এবং নিরাপদ পানীয় জলের জন্য ওয়াটার এটিএম বুথের উপর ড্রিঙ্ক ওয়েলের প্রতিনিধি নিজ নিজ কর্মকৌশল উপস্থাপন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।