এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা || দিঘলিয়ার গাজিরহাট এর কোলা বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক কারিমা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার ( ২রা জুলাই) গভীর রাতে কে বা কারা ব্যাংকের পিছনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ব্যাংক থেকে মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে নগদ কোন অর্থ ছিল না।
একটি ডিভিআর, একটি সিসি ক্যামেরা ও একটি সতের ইঞ্চি মনিটর চুরি হয়েছে বলে ব্যাংক কর্তপক্ষ সূত্রে জানাযায়। ব্যাংকে কর্মরত রুবা খাতুন সকালে ব্যাংক খুলেই দেখে ভিতরের জানালা ভাঙ্গা ও জানালাটি অফিসের ভিতরেই পড়ে আছে। ব্যাংকের ভিতরে গিয়ে দেখে সিসি ক্যামেরা,একটি ডিভিআর ও একটি মনিটর নাই।
ব্যাংকের ভিতরে থাকা আলমারিটা পর্জবেক্ষন করে দেখেন নগদ কোন অর্থ না নিলেও আলামরীতে থাকা মালামাল এলোমেলোভাবে ছড়ানো ছিটানো আছে। তৎক্ষনাৎ কোলা বাজার বনিক সমিতির সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ মাসুদ ও টুআইসি আহম্মদ হোসেন সহ বাজার ও এলাকর লোকজন সেখানে গিয়ে উপস্থিত হন।
স্বরেজমিনে গিয়ে দেখা যায় ব্যাংকের পিছনের ওয়ালে থাকা জানালা ভেঙ্গে অফিস রুমে প্রবেশ করে চোর ব্যাংকে থাকা মালামাল চুরি করেছে। মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মাসুদ বলেন আমরা স্বরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। কোলা বাজার বনিক সমিতির নাইট গার্ড আক্কাস হোসেন ও মোঃ ইস্রাইল মোল্যাকে তৎক্ষনাত জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাইট গার্ড মিন্টূ রবি দাসকে ফোন করলে তিনি ঘটনাস্থানে অতি দ্রুত আসার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে যার নং-৮৫০।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।