খুলনার খবর ||বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।
এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মায়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। দলের হয়ে জোড়া গোল করেছেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কেমেনিস্তানের বিপক্ষে। তবে সেটা শুধুই আনুষ্ঠানিকতা। গ্রুপ পর্বে বাহরাইন ও তুর্কেমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এশিয়া কাপে বাংলাদেশের কোয়ালিফাই নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।