খুলনার খবর, তেরখাদা প্রতিনিধি ||০৪ ঠা জুলাই দুপুর ২টার দিকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এবং তেরখাদার বারাসাত নিবাসী পারভেজ মল্লিক দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে তেরখাদা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
তিনি বাজারের ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। পারভেজ মল্লিক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে বলেন , বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে , সুখে শান্তিতে বসবাস করে। তিনি বলেন , দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বিএনপির পতাকাতলে সমবেত হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ও নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফ বিল্লাহ , বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন , কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ , বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ , মোঃ রবিউল ইসলাম লাখু , মোঃ লালিম শেখ ও মো: গোলজার আলম , আরিফ শেখ , যুবদল নেতা জুয়েল শেখ সহ আরো অনেকে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।