খুলনার খবর ||খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকরের সাথে তার অফিস কক্ষে বৃহস্পতিবার দুপুর একটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চিফ এ্যাসেসর এড. শেখ হাফিজুর রহমান, কালেক্টর অব ট্যাক্সেস মোঃ আঃ মাজেদ মোলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান এস্টেট অফিসার গাজি সালাউদ্দিন, সিনিয়ার লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম প্রমুখ।
এ সময় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ নগরীর পার্ক গুলির তথ্য তুলে ধরে বলেন, পার্কে ঘুরতে আসা ব্যক্তিরাই যাথে যথাযথ ভাবে পার্ক ব্যবহার করতে পারে, তার ব্যবস্থা করা, পার্ক দখল করে দোকান বসিয়ে যারা ব্যবসা করছেন তা বন্ধ করা, পার্ক গুলিতে বাচ্ছাদের জন্য উপযুক্ত পরিমাণ খেলার সরমঞ্জামসহ বয়স্ক দের জন্য পর্যাপ্ত পরিমাণ বিনোদনের ব্যবস্থা করা, ময়ূর নদী দূষণ বন্ধের দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন কুয়েটের ভিসি নিয়োগ ও অচলাবস্থা নিরশন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি নিয়োগে তার দৃষ্টি আকর্শন করে বলেন, খুলনা শিববাড়ী মোড়ে জিয়া হল নির্মাণ, নভোথিয়েটার নির্মাণ কাজ শুরু, কেসিসি কর্তৃক রাজ বাধে আধুনিক কসাই খানা নির্মাণ, কাস্টমস ঘাট এলাকায় কেন্দ্রীয় নৌযান মেরামত ও ইউনিস্টিউট ও খুলনা উপকূলীয় অঞ্চলে দুর্নীতি মুক্ত ও টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, খুলনার রূপসা ভৈরব, ময়ূর নদসহ সকল নদী খাল দখল কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কেসিসির প্রশাসক অত্যন্ত ধৈর্য্য সহকারে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং বলেন, দ্রুতই পার্ক গুলি পরিদর্শন করবো এবং অবৈধ পার্ক দখল কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কোনো পার্কে গেট গ্রিল ও বাউন্ডারির কাজ শুরু হয়েছে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে। শিশু ও বয়স্কদের জন্য পার্ক গুলি যাতে বিনোদনের কেন্দ্রবিন্দু হয় সে ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে।
এসময় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ কেসিসির প্রশাসককে ধন্যাবাদ জানিয়ে সভা শেষে একটি স্মারকলিপি তুলে দেন। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, মোঃ মনিরুজ্জামান এলু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জি এম মঈন উদ্দিন, মোঃ সাকিল আহমেদ রাজা মোঃ খায়রুল আলম, ডাঃ মোঃ মাহ্ফিজুর রহমান বাচ্চু, লিটন মিত্র, মোঃ শহিদুল ইসলাম, নাজমা আক্তার, লাকি আক্তার, মোঃ মামুন অর রশিদ মোঃ মাসুদ হোসেন মোঃ জাহাঙ্গীর আলম টিপু, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।