খুলনার খবর ||খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও ডেঙ্গুর ভয়াবহ শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হওয়া অনেক রোগীর শরীরে নতুন ও জটিল উপসর্গ দেখা দিচ্ছে, যা চিকিৎসকদেরও চিন্তায় ফেলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, চলতি সপ্তাহেই খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। অনেক রোগীর মধ্যে বুক ব্যথা, শ্বাসকষ্ট, রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং স্নায়বিক জটিলতা দেখা যাচ্ছে, যা আগের ডেঙ্গুর উপসর্গের থেকে ভিন্ন।
বিশেষজ্ঞরা বলছেন, “এখনই সতর্কতামূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।” তারা বিশেষভাবে পরামর্শ দিয়েছেন,
নগর ও গ্রামীণ এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণ,
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, এবং জনসচেতনতা বৃদ্ধি করার।
স্থানীয় হাসপাতালগুলোতেও রোগীর চাপ দিন দিন বাড়ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানান, “রোগীর সংখ্যা গত বছরের তুলনায় দ্রুতগতিতে বাড়ছে।
নতুন উপসর্গ নিয়ে রোগীরা আসায় চিকিৎসা পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনতে হচ্ছে।”
সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ফুলের টব ও টায়ারের মধ্যে জমে থাকা পানি ফেলে দেওয়া, এবং মশার প্রজননস্থল ধ্বংস করা।
বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন, “ডেঙ্গুর নতুন ধরন আরও মারাত্মক হতে পারে।” ফলে সবারই প্রয়োজন প্রতিরোধে সক্রিয় হওয়া ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।