খুলনার খবর ||আজ ৫ জুলাই ২০২৫ তারিখ বিকালে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী নিয়ে শিয়া – সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় খুলনা মহানগরী এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচী পালনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুসংহত নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ কাজ করে যাচ্ছে বলে পুলিশ কমিশনার জানান।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আব্দুল্লাহ-আল-মাসুম; সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ত.ম রোকনুজ্জামান-সহ শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।