খুলনার খবর ||ডুমুরিয়া ও ফুলতলা ( খুলনা -৫) উপজেলার গণমানুষের ভাগ্য উন্নয়ন, বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস, নদী এবং ঘের দখলের মত ভূমি দস্যদের উচ্ছেদ করে ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা কে আধুনিক বসবাসযোগ্য এলাকায় হিসেবে গড়ে তোলা হবে।
সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও তাদের নিরাপত্তা বিধানের জন্য সময়োপযোগী অবস্থা গ্রহন সহ ফুলতলা উপজেলায় একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ডুমুরিয়া, ফুলতলা (খুলনা– ৫) আসন থেকে বিএনপি’র সংসদ সদস্যে মনোনয়ন প্রত্যাশী আলী আজগর লবী। আজ দুপুর ১২ টায় ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফুলতলা উপজেলা ও খান জাহান আলী থানার (কর্মরত) সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন।
তিনি আরো বলেন বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরসন সহ ফুলতলার কৃষি ব্যাংকের সুদ মওকুফ ও এলাকার একমাত্র উপার্জনের মধ্য মনি বিল-ডাকাতিয়ার স্থায়ী জলাবদ্ধতা নিরসন সহ এলাকার মানুষের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য বিএনপি’র পক্ষ থেকে আগামী দিনে সব রকম কার্যকার ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় ভূমিদস্য নদী দখল করে, ঘের তৈরি করে কৃত্রিম সংকট তৈরি করে, বিল ডাকাতি আর জলবদ্ধতা তৈরি করে যার ফলে ২০০৯ সাল থেকে অধ্যবধি অতিবৃষ্টি, অনা-বৃষ্টি মাছের মোরগ, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকগন সর্বস্বান্ত হয়ে গেছে।
অনতিবিলম্বে কৃষি ব্যাংকের সুদ মওকুফের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানান।
তিনি আরো জানান ডুমুরিয়া ফুলতলা সন্ত্রাস দমনে ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুস্থ সুন্দর অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি ডুমুরিয়া এবং ফুলতলা বাসীর কাছে সার্বিক সহযোগিতার আশা রাখেন।
তিনি বলেন ভোটার বিহীন নির্বাচন বাংলার মাটিতে আর হবে না। শিল্প অধ্যুষিত এলাকা আটরা এবং শিরোমনি এলাকার বন্ধকৃত মিল কল কারখানা, সহ সকল শিল্প প্রতিষ্ঠানের প্রাণচাঞ্চল্য ফিরি আনার জন্য কার্যকার ব্যবস্থা গ্রহণ করা হবে, কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে না।
শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিসহ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি এ বিষয়ে সাংবাদিকদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিএনপিকে সহযোগিতা করার আহবান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।