খুলনার খবর ||বাগেরহাটের ফকিরহাট উপজেলার তরুণ সাংবাদিক রনি হাসান কাফেলা আয়োজিত ‘তাকদিরের ছোঁয়া’ ক্যাম্পেইনের লটারিতে Yamaha FZ Version 2 মডেলের একটি মোটরসাইকেল জিতে নিয়েছেন। তিনি এই ক্যাম্পেইনের দ্বিতীয় বাইক বিজয়ী।
দেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক লাইফস্টাইল ব্র্যান্ড ‘কাফেলা’ মূলত মানসম্মত ইসলামিক পণ্য, পারফিউম, আতর, বই, জায়নামাজ, টর্চ লাইট, ইসলামিক গিফটসহ নানা অনন্য সামগ্রী সরবরাহ করে থাকে। তাদের মূল লক্ষ্য হল হালাল ও ইসলামসম্মত পণ্য ব্যবহারকে উৎসাহিত করা। ক্রেতাদের মধ্যে উৎসাহ তৈরি ও আল্লাহর প্রতি ভরসা ও তাকদিরের মর্ম বুঝাতে প্রতিষ্ঠানটি ‘তাকদিরের ছোঁয়া’ নামক লটারি ক্যাম্পেইনের আয়োজন করে। রবিবার (৬ জুলাই) অনুষ্ঠিত এই লটারিতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় সাংবাদিক রনি হাসানের নাম।
তিনি জানান, কিছুদিন আগে কাফেলা থেকে একটি টর্চ লাইট কেনেন এবং সেই সূত্রে লটারিতে অংশ নেন। হঠাৎ কাফেলা থেকে ফোন আসে—তিনি একটি মোটরসাইকেল জিতেছেন। প্রতিক্রিয়ায় রনি হাসান বলেন, “মনে মনে আশা করেছিলাম ওমরাহর টিকিট পাব, কিন্তু পেলাম বাইক। আলহামদুলিল্লাহ, তকদিরে হয়তো এটাই ছিল। কাফেলা পরিবারকে ধন্যবাদ জানাই এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও দোয়ার অনুরোধ।”
রনি হাসান ফকিরহাট উপজেলার একজন সুপরিচিত গণমাধ্যমকর্মী। তিনি দৈনিক প্রবর্তন পত্রিকার ফকিরহাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাগেরহাট ভিশন ২৪-এর পরিচালক এবং ফকিরহাট নিউজ ২৪-এর চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ফকিরহাট মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফকিরহাট ক্লিনিক মালিক সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। তার এই অর্জনে ফকিরহাটে বইছে আনন্দের জোয়ার। ফেসবুকে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দোয়া করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।