পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||যশোরের কেশবপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেশবপুর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের এম জামান কমিউনিটি সেন্টারে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছ প্রদান করা হয়।
বুধবার (১০ জুলাই) সকালে অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেশবপুর উপজেলার সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক বাবু শংকর পাল ও সিনিয়র সহ-সভাপতি এ.কে আজাদ ইকতিয়ার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক ও যশোর জেলার সভাপতি এ এম জামাল উদ্দিন বিলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলার সিনিয়র সহ-সভাপতি গোলাম মুসাব্বির শান্তি, কার্য্যনির্বাহী সদস্য শামীম আহমেদ রনি, গাউসুল আলম, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেশবপুর উপজেলা কমিটি সহ-সভাপতি আনিসুজ্জামান আনিছ, কার্য্যনির্বাহী সদস্য মিজানুর সিদ্দিক রানা, সুশান্ত অধিকারী, পৌর শহরের মা মেডিকেল হলের মালিক আব্দুর রাজ্জাক, মঙ্গলকোট বাজারের আয়ান মেডিকেলের মালিক খায়রুজ্জামান, সাগরদাঁড়ী বাজারের জাহানারা ফার্মেসীর মালিক হাফিজুর রহমান, সাতবাড়িয়া বাজারের হানিফ মেডিকেল হলের মালিক নাজমুল হুসাইন, সরসকাঠি বাজারের জোহরা মেডিকেলের মালিক ফারুক হোসেন, পরচক্রা বাজারের বিসমিল্লাহ মেডিকেল হলের মালিক সিরাজুল ইসলাম, ভান্ডারখোলা বাজারের শেখ ফার্মেসীর মালিক শহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রত্যাহার এবং এম আর পি বাস্তবায়ন ও জোরদার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক কামরুজ্জামান রাজু-সহ উপজেলার বিভিন্ন এলাকার ঔষধ ব্যবসায়ীগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।