খুলনার খবর ||বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “অশালীন ও ভিত্তিহীন অপপ্রচার” এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা জেলা শাখা।
আগামী ১৭ জুলাই, বৃহস্পতিবার, বিকাল ৫ টায় নগরী দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত সভাপতিত্বে এবং সদস্য সচিব নাহিদুজ্জামান জনি,র সঞ্চালনায় আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
নেতারা দাবি করেছেন, “বর্তমান সরকারের নির্লিপ্ততা ও চরম ব্যর্থতার কারণে দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে।” একইসঙ্গে তারা অভিযোগ করেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ‘মব তৈরি’ করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
বিক্ষোভে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

মব ক্রিয়েশনের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অরাজকতা সৃষ্টি ও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে ধারাবাহিকভাবে। এরই অংশ হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে চালানো হচ্ছে অশালীন ও ভিত্তিহীন অপপ্রচার।
এই ষড়যন্ত্র ও অনৈতিক রাজনৈতিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা জেলা শাখা এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সমাবেশ থেকে দেশের গণতন্ত্র রক্ষায় যুবসমাজ কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে জনমত গঠনের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।