মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর শহরের মনিহার সিনেমা হলে চেতনা নাশক ওষুধ খাইয়ে এক তরুণীকে অচেতন করে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে তার পরিচিত বন্ধুর বিরুদ্ধে।
ভুক্তভোগী তরুণীর নাম লতা (২০) তিনি নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে।
পরে সিনেমা হলের স্টাফরা অচেতন অবস্থায় লতাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লতা এখন আশঙ্কামুক্ত।পুলিশ সূত্রে জানা গেছে, লতা তার এক পরিচিত বন্ধুর সঙ্গে মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে যান।
এসময় ওই ব্যক্তি কৌশলে লতাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।