খুলনার খবর ||গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনতার সংঘর্ষে নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে ও বৃহস্পতিবার সকালে এসব দাফন-সৎকার কার্যক্রম শেষ হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “নিহত চারজনকে শনাক্ত করা গেছে। তাঁদের ময়নাতদন্ত হয়নি, তবে বিষয়টি আইনি প্রক্রিয়ায় আনা হবে।”
নিহতরা হলেন—দীপ্ত সাহা (পোশাক ব্যবসায়ী), রমজান কাজী (টাইলস মিস্ত্রির সহকারী), সোহেল রানা (মোবাইল ফোন ব্যবসায়ী), ও ইমন তালুকদার (ক্রোকারিজ দোকানের কর্মচারী)। তাদের মধ্যে দীপ্ত সাহা ও রমজান কাজীর দাফন বুধবার রাতে এবং সোহেল রানা ও ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে দাফন করা হয়।
পরিবারের অভিযোগ, প্রশাসনের তড়িঘড়ি নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য হন তারা। মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে জেলায় কারফিউ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।