মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজ রক্তস্নাত জুলাইয়ের বর্ষপূর্তি পালিত হচ্ছে।
গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আশা ও স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। কিন্তু আফসোস, জুলাই অভ্যুত্থানের এক বছর পরও দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত, ভোটাধিকার ফিরিয়ে পায়নি এবং আইনের শাসনও প্রতিষ্ঠিত হয়নি।
তিনি অভিযোগ করে বলেন,যেভাবে ফ্যাসিবাদী শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে ১৬ বছর ক্ষমতা দখল করে রেখেছিল, ঠিক একইভাবে দেশি-বিদেশি শক্তি নতুন করে ফাঁদ পেতেছে, যাতে রাজনৈতিক শক্তিগুলো একে অপরের প্রতিপক্ষ হয়ে রাজপথে নামে অমিত আরও বলেন,আজ যখন আনন্দ-উৎসবের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের অধীনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করার কথা, তখনও ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। এর ফল আমরা গোপালগঞ্জে প্রত্যক্ষ করেছি।
দেশের জনগণের যে মালিকানা শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারও তা ফেরত দেয়নি। বিএনপি জনগণের সেই মালিকানা ফিরিয়ে আনার লড়াই করছে এবং শহীদদের রক্তের ঋণ শোধ করতেই আমাদের এই আন্দোলন।বিএনপির আদর্শিক নেতাদের অবমাননা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্যে সকল নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
তারপরও আমরা সর্বোচ্চ সংযম দেখিয়েছি। ইনশা আল্লাহ, এসব ষড়যন্ত্রের জবাব জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে দেব।উপস্থিতি ও কর্মসূচি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, মহিলা দলের সভাপতি রাশিদা রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।দোয়া মাহফিল শেষে নিহত শহীদদের স্মরণে দলীয় কার্যালয় থেকে অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে কালো ব্যাজ ও পতাকা সম্বলিত মৌন মিছিল বের হয়।
মিছিলটি বঙ্গবাজার, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।