মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি ||খুলনার কয়রা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”-এর মাধ্যমে মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) কয়রা থানা পুলিশের এই অভিযান মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পরিচালিত হoয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. দিদারুল ইসলাম। তিনি ষোলহালিয়া গ্রামের ইব্রাহিম মিস্ত্রীর পুত্র।
এছাড়াও গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন মদিনাবাদ গ্রামের মৃত আঃ রহমান গাজীর কন্যা মোছাঃ রোজিনা খাতুন, মোছাঃ নাহার খাতুন,মোঃ রবিউল ইসলাম (রোজিনা খাতুনের পুত্র),মোঃ আনারুল ইসলাম,উত্তর বেদকাশী গ্রামের মৃত জালাল ঢালীর ছেলে মোস্তফা মনিরুজ্জামান ঢালী।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, নিয়মিত পুলিশি অভিযান এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।