খুলনার খবর, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে এগারোটায় কলেজ ক্যাম্পাসে নারকেলসহ বিভিন্ন ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যাৎসাহী সদস্য ও বিএনপি নেতা অব: মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা, কলেজের প্রতিষ্ঠাতা শিকদার মাহবুবর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান মল্লিক, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল আলীম শেখ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন নাহার তানিয়া সুলতানা, অভিভাবক সদস্য আরিফ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।
এর আগে কলেজ পরিচালনা পর্ষদের সভা কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সুশিক্ষার মান উন্নয়নে যথাযথ পাঠদানে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা, অভিভাবক সমাবেশসহ (প্যারেন্টস ডে) বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যাৎসাহী সদস্য কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেনের মাধ্যমে আমরা বেচে আছি। পৃথিবীতে গাছের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বিশ্বব্যাপি জলবায়ুর প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। কলেজ পরিচালনা কমিটির বৃক্ষরোপণ উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে এই কার্যক্রম শুরু হলো।
এখন থেকে কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ সবাই যার যার অবস্থান থেকে নিজ বাড়ির আঙ্গিনায় এবং বিভিন্ন ফাকা স্থানে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে সবুজায়ন করবেন বলে আশা করছি।
বর্ষাকাল বৃক্ষের চারা রোপনের উপযুক্ত সময় যেহেতু এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এছাড়া খাবার তৈরিতে সক্ষম হয় তাই এই সময়টায় বেশি বেশি করে গাছের চারা রোপন করার আহ্বান জানাচ্ছি। পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়তে হবে। বৃক্ষরোপণের মধ্যদিয়ে আমাদের কলেজ ক্যাম্পাসসহ অন্যত্র সবুজের সমারোহে ভরে তুলতে চাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।