খুলনার খবর পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির মঠবাটী গ্রামে কাঠের ঘরে দেশীয় অস্ত্র ও বোমা সাদৃশ্য বস্তু রেখে ফাঁসানো রসময় বিশ্বাস,প্রিতম বিশ্বাস ও দেবব্রত বিশ্বাসের মুক্তি এবং মূল ষড়যন্ত্রকারী দীলিপ বিশ্বাস সহ সহযোগীদের গ্রেফতারের দাবীতে- মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার মটবাটী নতুন বাজারস্থ প্রধান সড়কের উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মটবাটী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আমিনুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন বিপ্লব সরকার,রিংক বিশ্বাস,দিপালী বিশ্বাস ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা কেঁদে কেঁদে বক্তৃতা দেন। সভাপতিত্ব করেন নির্মল বিশ্বাস। মানববন্ধনে বক্তারা বলেন গত ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের গোবরের তৈরী মশাল (জ্বালানী) রাখা ভাঙ্গা ছেড়া ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান,ককটেল,ককটেল তৈরীর জিনিষসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা।
এসময় গ্রেফতার করে রসময় বিশ্বাস(৫৮) তার ছেলে প্রিতম বিশ্বাস,(৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস(২৯)। বক্তারা আরও যারা আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করিয়েছে তারাই এগুলো রেখে তাদেরকে ফাঁসিয়েছে।
জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীরা এটা ঘটিয়েছে। এদিকে মানববন্ধন চলাকালে মোখলেছুর রহমান কাজল ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী বক্তৃতা প্রদান কালে তার হাত থেকে মাইক্রফোন কেড়ে নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।