অদিতি সাহা, খুলনার খবর ||ময়ূর নদের অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর নিকট রোববার বিকেল সাড়ে ৪টায় স্মারকলিপি প্রদান করা হয়।
বাপা’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজামুর রহমান লালু, সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, আইন অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, শ্রমিক নেতা রঙ্গলাল মৃধা, শিক্ষানবিশ আইনজীবী সাদিয়া আক্তার শিমু, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা প্রমি আক্তার লিজা, ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয় নগরীর দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত ময়ূর নদটি এক সময়ের খরস্রোতা নদ। এ নদে চলাচল করতো কার্গো, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন ভারী জলযান। খুলনার ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম ছিল এ নদীটি।
কিন্তু সময়ের ব্যবধানে এ নদীটি বলা চলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যথেচ্ছা অবৈধ দখল এবং নির্বিচারে দূষণের কারণে নদীটি অনেকটাই অস্তিত্ব সংকটে। অথচ এ অঞ্চলের পরিবেশ, প্রতিবেশ রক্ষা, চাষাবাদ, ব্যবসা বাণিজ্যে এ নদীটির ভূমিকা অনস্বীকার্য।
এতে উলেখ করা হয়, নদী রক্ষায় সি এস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ পূর্বক নদী রক্ষার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে অনেক আগে থেকেই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।