পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রনালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিক উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে পৌরশহরে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে প্রায় তিন শতাধিক নারীর উপস্থিতিতে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ জুলাই-২৫) সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।অনুষ্ঠান শেষে সদর ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি চালের কার্ড বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।