মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || তিন বছরের সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হোসেন মোল্লা (৬৫) কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, যশোর। ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমার দে পিপিএম ও এএসআই (মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম রবিবার (২৭ জুলাই ২০২৫)কোতোয়ালী থানাধীন রামনগর হাই স্কুল সংলগ্ন ক্যান্টিন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হোসেন মোল্লার পিতার নাম মৃত কালু মোল্লা। তিনি যশোর কোতোয়ালী থানার রামনগর মোল্লাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জিআর নাম্বার- ৫৬১/০৬ মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে এবং উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মুলতবী ছিল। বর্তমানে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।