1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
কেশবপুরের সকলের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অসিত স্যার আর নেই - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক।

কেশবপুরের সকলের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অসিত স্যার আর নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,নিজস্ব প্রতিনিধি || কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার মোদককে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই-২৫) রাত ১১টা ৩৫ মিনিটে কেশবপুর শহরের কালীবাড়ি সড়ক সংলগ্ম নিজ বাড়িতে ইহজাগতিক সকল বন্ধন ছিন্ন করে পরলোকগমন করেছেন। রোববার সকালে তাঁর বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় কেশবপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শুধু শিক্ষানুরাগীই নন। তিনি সনাতন ঐতিহ্য ও কৃষ্টি রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেশবপুর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি, রামকৃষ্ণ সংঘ কেশবপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, কেশবপুর কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ, কেশবপুর শাখার উপদেষ্টাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর বড় ছেলে অনুপম মোদক সরকারের অডিট ডিপার্টমেন্টে খুলনায় চাকরি করেন এবং ছোট ছেলে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন।

সোমবার (২৮ জুলাই-২৫) বিকেল পাঁচটায় শহরের কুঠিবাড়ি মহাশ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি উদীচী কেশবপুরের সভাপতি অনুপম মোদকের বাবা, প্রথম আলো কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য দিলীপ মোদকের কাকা, উদীচী কেশবপুরের সাবেক উপদেষ্টা এবং সর্বজন শ্রদ্ধেয় একজন সামাজিক ব্যক্তিত্ব। মৃত্যুর খবর শুনে রোববার বিকেলে তাঁকে দেখতে ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন-উদীচী পরিবার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ অন্যান্য সদস্যবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখা, কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, মধুসূদন সংগীতালয়, রামকৃষ্ণ সংঘ, পাঁজিয়া সর্বজনীন কালী মন্দির ও বৃহত্তর পাঁজিয়া সর্বজনীন দুর্গা মন্দির কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম ভট্টাচার্য বাপি, “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক শংকর পাল।

বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আরও সমবেদনা জানিয়েছেন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, এইচ,এম আমীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান,পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি তাপস দে,পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি,পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি কবি সমীর দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুণ্ডু, সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, পাঁজিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি আশুতোষ বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, পাঁজিয়া বিপ্রতীপ সংগঠনের সভাপতি নয়ন বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), সাধারণ সম্পাদক ও কেশবপুর বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক সোহেল পারভেজ, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক চিত্রশিল্পী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, সাংবাদিক পরেশ দেবনাথ, বিকাশ দেবনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।