মোঃ জসিম উদ্দিন (তুহিন)যশোরে জেলা প্রতিনিধি।।ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও পূর্ব সমাবেশ।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে ঐতিহাসিক জয় সূচিত হয়েছিল, সেই বিজয়ের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিজয় র্যালির পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।বক্তারা বলেন, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘোরানো দিন। এ দিন ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ মিলে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এক জাগরণ সৃষ্টি করেছিল।
সেই আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা লাভ করে।সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালি যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।