খুলনার খবর || খুলনায় সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শেখ হাফিজ ৩ সহযোগীসহ আটক হয়েছে। এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
গতকাল বুধবার(১৩ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টায় খুলনা আর্মি ক্যাম্প হতে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা উপজেলার আইচগাতি, মধ্যপাড়া এলাকায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২)সহ তার আরও তিন সহযোগী মোঃ মাসুম শেখ (২২),তানজিল হাসান জ্যোতি (৩৭) এবং মোঃ দীপু শেখ (২৪)কে আটক করা হয়।
অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল,ম্যাগাজিন,২ রাউন্ড এমোনিশন,বিপুল পরিমাণে গাঁজা, কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।পরবর্তীতে আটককৃত আসামি,উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদ এবং মাদক পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।