নিজস্ব প্রতিবেদক || নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিজনেস ক্লাবের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘সেশন অন সিভি ইঞ্জিনিয়ারিং’অনুষ্ঠিত হয়েছে।উক্ত সেমিনারে কি নোট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন করপোরেট আস্ক এর সিইও জনাব নিয়াজ আহমেদ।
১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং ডিরেক্টর লিয়াজো (বোর্ড অব ট্রাস্টি)শেখ মাহরুফুর রহমান। সেশনে রিজুমি তৈরির বিভিন্ন ধাপ, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু,দক্ষতার উপস্থাপন কৌশল নিয়ে আলোচনা হয়। বর্তমান প্রতিযোগিতা মূলক বিশ্বে একজন আবেদনকারীকে অন্যান্য প্রার্থীদের থেকে রিজুমি কিভাবে আলাদা করতে সাহায্য করে এবং সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়; সে বিষয়ে আলোকপাত করা হয়। সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেশনটি সঞ্চালনা করেন বিজনেজ ক্লাবের প্রেসিডেন্ট উম্মে রুকাইয়া মৌমি। সেমিনারে বিজনেস ক্লাবের এ্যাডভাইজর বৃন্দ, ক্লাবের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।