মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর প্রতিনিধি ||যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার আবু তালেব আর নেই। আজ ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি হেডকোয়ার্টারে এআইজি (প্রিজন) পদে কর্মরত ছিলেন।তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই জানিয়েছেন, আবু তালেব ছিলেন সদালাপী, দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা।শোক বার্তায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন,তাঁর সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সকালেই এমন অপ্রত্যাশিত সংবাদ শুনে মনটা ভারী হয়ে গেছে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকার্ত স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের শক্তি দান করেন। আমিন। পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ ও দাফনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।