মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোরের হামিদপুর বাজার স্পিড ব্রেকার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
বিজিবি জানায়,সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।
বিজিবির কর্মকর্তারা আরও জানান,স্বর্ণের বারগুলো বিশেষ কৌশলে প্যান্টের পকেটে লুকানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তারা।ঘটনার বিষয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।