 
							
														খুলনার খবর|| বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শাখা বুধবার (২৭ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে। সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয়, বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়।
এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম যুগোপযোগী করতে কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, পলিটেকনিক, মনোটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা দূর করতে ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং প্রকৌশল কর্মক্ষেত্রে মানোন্নয়নের লক্ষ্যে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং পৃথকীকরণের দাবি করা হয়।
সংগ্রাম পরিষদ আরও দাবি জানায়, মেধার অপচয় রোধে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল ক্যাডার ছাড়া অন্য কোনো ক্যাডারে প্রবেশ আইন করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়েও নির্দেশনা চাওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এ ৭ দফা বাস্তবায়ন হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে গুণগত উন্নয়ন ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি DEAB আইন বিষয়ক সম্পাদক, IEDB ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী এস কে মাহমুদ আলম, সহ আইডিবি, র আহবায়ক সেলিমুল আজাদ, খুলনা জেলা TDEB সাধারণ সম্পাদক জামিল হায়দার, জেলা DEAB সভাপতি মাসুম মাহমুদ,জেলা DEAB সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।