 
							
														অদিতি সাহা, খুলনার খবর || খুলনা সিটি ল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শেখ রাজ্জাক আলীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে একটি স্মরণীয় ও সুশৃঙ্খল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৪:৩০ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তা দেন।
এরপর বিকাল ৫:৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মরহুম প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করেন।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের গভর্নিং বডির সভাপতি এড. আকরাম হোসেন বলেন, “শেখ রাজ্জাক আলী ছিলেন শিক্ষার বিশিষ্ট পথিক, যিনি শুধু জ্ঞান দান করতেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক দায়িত্বের শিক্ষা দিতেন। তার আদর্শকে অনুসরণ করলে শিক্ষার্থীরা সমাজে নেতৃত্বদানকারী হিসেবে গড়ে উঠতে পারবে।”
অধ্যাপক হায়দারুল হক বক্তৃতায় বলেন, “মরহুম প্রতিষ্ঠাতার শিক্ষা দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকার শিক্ষার লক্ষ্য কেবল পড়াশোনা নয়, বরং মানবিক গুণাবলী ও দেশপ্রেমের বিকাশ। শিক্ষার্থীরা যদি তার পথ অনুসরণ করে, তারা শুধু ভালো পেশাদারই হবে না, বরং ভালো মানুষও হবে।”

0-4024×1784-0-0-{}-0-12#
রাত্রি ৯টায় অনুষ্ঠিত শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিযোগিতার মান বৃদ্ধি করে।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি এড. আকরাম হোসেন, অধ্যাপক হায়দারুল হক, ড. মোঃ জাকির হোসেন, অধ্যাপক দিদারুল আলম সহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ এড. এম. এ. আউয়াল বাবু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া খুলনা প্রেম ক্লাবের সভাপতি এনামূল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং কলেজের ঐতিহ্য ও প্রতিষ্ঠাতার আদর্শকে স্মরণ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।