1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় আবার ও জাতীয় পার্টি অফিস ভাঙচুর - Khulnar Khobor
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন হয়ে বেলা দুইটায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর পক্ষে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো স্প্রিং-২০২৬ এর এ্যাডমিশন ফেয়ার পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা খুলনার আড়ংঘাটায় সাংবাদিক কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দিঘলিয়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আটক নওগাঁর মান্দায় এক রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি নিরব আইন-শৃঙ্খলা বাহিনী কয়রায় আদালতের রায়ে জিম্মায় দেয়া ধান কেটে নিল মামলার বাদী গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ। যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত কেশবপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন খুলনা মহানগরী জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলে বিজয় দিবস উদযাপন স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ঐক্য অপরিহার্য-হাফেজ মাওলানা আব্দুল আউয়াল

খুলনায় আবার ও জাতীয় পার্টি অফিস ভাঙচুর

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে নগরীর ডাকবাংলাস্থ জাতীয় পার্টি অফিসটি ভাঙচুর করা হয়।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশ শেষে বিকেলে তারা বিক্ষোভ মিছিল বের করে।

স্থানীয়রা জানান, মিছিলটি ডাকবাংলা মোড়ে পৌঁছালে সেখানে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর জাতীয় পার্টির কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ডসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এসময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ভাংচুরের পর পার্টি অফিসের সকল মালামাল লুটপাট হয় দাবি করে জাপার মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রীল এমনকি সাইনবোর্ডে ব্যবহৃত লোহালক্করও লুটপাট করে নিয়ে যায়।

তবে এ ব্যাপারে কোন আইনী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই উল্লেখ করেজাপার এ নেতা বলেন, আমরাতো এই মুহূর্তে একটু নাজুক অবস্থায় আছি, দেখি কি করা যায়।

এদিকে, ঘটনার পর পরই সেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল সহকারে নগরীর ফেরিঘাট মোড়ে গিয়ে অবস্থান করেন। সেখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন, টায়ারে এবং জাপা চেয়ারম্যান জিএম কাদেরের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে কর্মসূচি শেষ করেন।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার,স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে খুলনা নগরীর ডাকবাংলা ফেরিঘাট মোড় থেকে গণঅধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সামনে বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির অফিস গুড়িয়ে দেয়। জাতীয় পার্টির অফিসের ভিতর দেশী অস্ত্র, রড, শাবল, চাপাতি, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। যা মিডিয়ার সামনে তাৎক্ষণিক উপস্থাপন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা জাপার চেয়ারম্যান জি এম কাদের ও স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকাদাহ করে এবং নুরুল হক নুরের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেলে গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টির অফিসটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে কেএমপির সদর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ শে আগস্ট বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ শেষে মিছিল সহকারে গণঅধিকার পরিষদের মিছিল ডাকবাংলায় গিয়ে জাতীয় পার্টি অফিস ভাংচুরের চেষ্টা করে। তবে সেদিন পুলিশী বাঁধায় পিছু হটে গণঅধিকারের নেতাকর্মীরা। ওইদিনও তারা সন্ধ্যা পর্যন্ত ফেরিঘাট মোড়ে ব্লকেট কর্মসূচি ও টায়ারে আগুন জ্বালায়

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।