শেখ নাসির উদ্দিন, খুলনার খবর || প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতি (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে আগামী ১২ সেপ্টেম্বর বাদ জুম্মা নগরীর নিউমার্কেট বাইতুন নূর চত্তরে শায়েখে চরমোনাইর গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার রাত ৯ ঘটিকায় আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মোঃ বাদশা খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, নগর উপদেষ্টা আবু মোঃ গালিব। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আঃ হাকিম, মুহা: শোয়াইবুর রহমান, মোল্যা আ: রউফ, হাফেজ বেল্লাল হুসাইন, মোঃ নূর নবী, মাও: মাহফুজুর রহমান, মো. শফিকুল ইসলাম, মাও: নাসির রহমান, মোঃ রাজু আহম্মেদ, মোঃ খলিলুর রহমান, মাও: ওবায়দুর রহমান, মোঃ শওকাত হোসেন, মোঃ শাহিন কাজী, মো: হাফিজুর রহমান, আলহাজ্ব জি.এম. কিবরিয়া, মোঃ বাদশা হাওলাদার, মোঃ আঃ আজিজ, মোঃ আঃ কাইয়ুম, মো: ইদ্রিস আলা, আলহাজ্ব আব্দুল্লাহ্, মুফতী আমানুল্লাহ্, মোঃ আতিয়ার রহমান শেখ, মোঃ জহিরুল ইসলাম, এস.এম. খলিলুর রহমান, মাও: মঈনুর রহমান, আলহাজ্ব মো: মনিরুল ইসলাম,মো: পলাশ শিকাদার, মো: হাবিবুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আঃ জলিল, মো: আবুল হাসান, মোঃ আওলাদ হেসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ হারুনুর রশিদ, মাওঃ মোঃ আব্দুল্লাহ, মোঃ রুস্তম হাওলাদার, আব্দুর রশিদ, মোঃ সুজন, মোঃ ফিরোজ, ইসলামী যুব আন্দোলনের মোঃ স্বাধীন রাজু, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ আল মামুন, মোঃ আব্দুর রব, মোঃ অয়ন মোল্লা, মোঃ আবু বকর প্রমুখ।
সভায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে থানা শাখায় একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয় এবং নেতৃবৃন্দ গণ সমাবেশ সফল করার জন্য খালিশপুর থানা বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।