খুলনার খবর ||বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি আমীরুল ইসলাম এর সভাপতিত্বে সাংবাদিকরা বলেন, গত ৩১ আগষ্ট খুলনার খান জাহান আলী সেতু নিচের পিলার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু এখনও পযন্ত মৃত্যু রহস্য উউন্মোচন করতে পারেনি, বরং এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। ওয়াহেদ-উজ-জামানের মৃত্যুকে হত্যা হিসাবে দাবী করেন তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে ) এর সহ সভাপতি আমীরুল ইসলামএর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা হেদায়েত হোসেন মোল্লা, এহতেশামুল হক শাওন, মোস্তফা সরোয়ার, মিজানুর রহমান মিল্টন, মোস্তফা জামাল পপলু সহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।