খুলনার খবর ||খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইমরান হোসেন মানিক (৩৫)। তিনি রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগমারা জয়পুর এলাকার মাস্টার বাড়ির গেটের সামনে একটেল টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে দুর্বৃত্তরা মানিকের ওপর অতর্কিত গুলি চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রূপসা থানার অফিসার ইনচার্জ বলছে, বিষয়টি তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিস্তারিত তথ্য আসছে….
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।