খুলনার খবর || খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৪টায় গাড়াখোলা স্কুল মাঠে জমজমাট এ খেলার আয়োজন করা হয়।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ধানের শীষের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান এবং আপিল বিভাগের আইনজীবী আবু জাফর মানিক।
আলী আসগর লবী তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং মুক্তিযুদ্ধে তার অবদানকে স্মরণীয় করে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে—খেলাধুলার প্রতি জনগণের ভালোবাসা এখনও অটুট। একইসাথে এটি প্রমাণ করেছে যে, এ অঞ্চলের মানুষের হৃদয়ে আমরা জায়গা করে নিতে পেরেছি।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। আমি নিজেও খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। তাই আসছে ডিসেম্বর মাসে ইউনিয়নভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে চাই।”
অনুষ্ঠানে ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. মনির হাসান টিটো, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক, ফুলতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হোসেন পারভেজ, দামোদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোতাহার হোসেন কিরণ, বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম, মো. ইকবাল খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, জেলা জাসাস নেতা মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলী আসগর লবী খেলার আগে গাড়াখোলা খা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। খেলা শেষে তিনি যুগনীপাশা ও বেজেরডাঙ্গায় গণসংযোগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।