মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি || বাগেরহাট-৪ আসন পুর্নবহালের দাবিতে মোরেলগঞ্জ উপজেলায় বুধবারের হরতাল সর্বাত্মক পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট -৪ আসন ফিরিয়ে দিতে সড়কে মিছিল ও সরকারি অফিসের সামনে অবস্থান নেন তিনি,উপজেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেন জেলা বিএনপির এ নেতা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখার আহবান জানান তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ উপজেলার সড়কগুলোতেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্কুল কলেজ,দোকানপাট,সরকারি অফিসের সেবা বন্ধ করে দেন স্থানীয়রা।এমনকি উপজেলার ছোট বড় নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরিও চলাচলও বন্ধ রয়েছে। এর ফলে মোরেলগঞ্জ সারাদেশ থেকে বিচ্ছিন্ন।
কর্মসূচি চলাকালে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শীপন বলেন, স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। মোরেলগঞ্জ-শরনখোলার উন্নয়ন বঞ্চিত করার নীল নকশা মাত্র। মোরেলগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির একটি পৌরসভা,শরনখোলার বৃহৎ অংশ জুরে সুন্দরবন । ১৭ টি বছর এই আসনের বিএনপির নেতাকর্মীদের ঐক্য ধরে রেখেছি। ইসি বাগেরহাট -৪ আসন ফিরিয়ে না দিলে রবিবার থেকে কঠোর কর্মসূচী ঘোষণা হবে। অবিলম্বে এই আসন ফিরিয়ে দিতে হবে।
এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।