খুলনার খবর || বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু পাইকগাছা হরিঢালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এ বিষয়ে খুলনার খবর -কে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ ‘তৈমুর ইসলাম’ জানান, “বেশ কিছুদিন ধরেই রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯ টায় ডিবি’র ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টীম তাকে আটক করে। আটকের পর রাজু-কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি’র ওসি তৈমুর ইসলাম আরও জানান,“আটকৃত ইউপি চেয়ারম্যান রাজু’র ব্যবহৃত প্রাইভেট কার ও অবৈধ বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।