এস.এম.শামীম, দিঘলিয়া ||খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ( শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২৫) বিকাল ০৫ টার সময় উপজেলার পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা (পূর্ব নির্ধারিত) আহবান করেন।
উক্ত বিক্ষোভ মিছিল সফল করার জন্য নেতাকর্মীরা যথা সময়ে হাজির হতে থাকে।
পূর্ব ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: পারভেজ মল্লিক একই স্হানে গণ সংযোগ করার ঘোষণা দেন এই ঘোষণা কে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
এ খবর উপজেলা প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম পথের বাজার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ১৪৪ ধারা ঘোষণা করেন।
কোন প্রকার সভা সমাবেশ গন সংযোগ না করার আহ্বান জানিয়ে উভয় পক্ষকে স্থান ত্যাগ করার আহ্বান জানান।
এই ঘটনায় এলাকায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে যৌথ বাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।