পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কেশবপুর চারুপীঠ একাডেমির উত্তীর্ণ শিক্ষার্থীদের সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ অধীনে সাংস্কৃতিক বোর্ড পরীক্ষার সনদপত্র অনুষ্ঠানিভাবে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর-২৫) সকালে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশবপুর চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদেব বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র, কলারোয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিচুর রহমান, তালা উপজেলা সহকারি শিক্ষা অফিসার বাবলু রহমান, মনিরামপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, চারুপীঠ একাডেমির সহ সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আক্তার মুকুল, সহ সভাপতি শিক্ষক সাহা বৈদ্যনাথ, সহকারি পরিচালক মৌসুমী মজুমদার প্রমূখ।
কেশবপুর চারুপীঠ একাডেমির চারুকারু, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও তবলা বিভাগ থেকে ১৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন শিক্ষার্থী। জন্মলগ্ন থেকে কেশবপুর চারুপীঠ একাডেমির শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের ঐতিহ্য বহন করে চলেছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে আসে এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা কেশবপুরের এই চারুপীঠ একাডেমি পরিচালিত হয়ে আসছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।