ইমরুল ইসলাম ইমন, খুলনা || খুলনার মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় বাসিন্দা মিলে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২১ আগস্ট) সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয়রা ইটপাটকেল ছুড়লে পুলিশ পিছু হটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় অভিযানে অংশ নেওয়া একটি বুলডোজারও ভাঙচুর করা হয়।
বাসিন্দাদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা হলে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে।
জানা গেছে, মুজগুন্নির ওই ২ একর জমিতে প্রায় ২০০ পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। তবে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ লটারির মাধ্যমে এ জমিটি ৪২ জন প্লট মালিকের কাছে বিক্রি করে। কিন্তু ৩৫ বছর পার হলেও এখনো তারা জায়গা বুঝে পাননি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।