খুলনার খবর || নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় উদ্বোধন হলো ২ দিনব্যাপী বিজনেস ফেস্ট-২০২৫। সোমবার(২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ফিতা কেটে এ বিজনেস ফেস্টের শুভ উদ্বোধন করেন, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব,সৈয়দ হাফিজুর রহমান।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন, (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স এর ফারজানা আক্তার,রেজিস্ট্রার,ড.শেখ শফিকুর রহমান,আইকিউএসি এর পরিচালক,মো: আনিসুর রহমান,ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জোবাইরা আফসানা। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজনেস ক্লাবের এডভাইসর সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান,এবং সহকারী অধ্যাপক মোঃ সোহেল রানা। উদ্বোধন শেষে বিজনেস ফেস্টে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান বলেন, আজকের এই বিজনেস ফেস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে তোমাদেরকে দেশ-বিদেশে অনুষ্ঠিত এ ধরনের অনুষ্ঠানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। পাশাপাশি আধুনিক শিক্ষা ও আধুনিক ব্যবসার প্রতি নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।
আলোচনা সভা শেষে,প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্যদের নিয়ে বিজনেস ফেস্টের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এটিই প্রথম বিজনেস ফেস্ট।যেখানে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৭ স্টল স্থান পায়। স্টল গুলোতে ফুড, হ্যান্ডি ক্রাফট, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, জুয়েলারি সহ বিভিন্ন জিনিসের দেখা মেলে। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন, উনো, ই-ফুটবল, কম্পিটিশন সহ আরো অনেক আয়োজন থাকে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সৃজনশীল চিন্তাধারা বৃদ্ধির জন্য। অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা করে, Saltsync Internet, Global Consultancy, Nexgen, English Leadear, PizzaBurg ও Momentum। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।