অদিতি সাহা, খুলনার খবর ||খুলনায় চুরি সন্দেহে গণপিটুনিতে আহত হয়েছেন শাহজাহান (৬০) ও তার ছেলে ইউনুস (৩৬)। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হরিণটানা থানাধীন আন্দির ঘাট ব্রিজের ওইপাড়ে বাচ্চু সাহেবের গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ওই এলাকার মরিয়ম (৩০) নামে এক গৃহবধূর বাসা থেকে কিছু মালামাল চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম রোববার বিকেলে চাল খাওয়ানোর কথা বলে শাহজাহান ও তার ছেলে ইউনুসকে বাসায় ডেকে নেন। এ সময় চুরির অভিযোগে স্থানীয় বখাটে বশির (৩২), শাকিল (৩৩), কবির (৪০)সহ ৫-৭জন যুবক তাদেরকে মধ্যযুগীয় কায়দায় লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
পরে তাদের স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।