খুলনার খবর ||খুলনার খালিশপুর মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে “পাক হানাদারদের কায়দায় হামলা” বলে আখ্যায়িত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।
বকুল বলেন, “কতটা অমানবিক হলে একটি চার বছরের শিশুও নির্যাতন থেকে রক্ষা পায় না! আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।”তিনি আরও প্রশ্ন তোলেন, “যেখানে প্রশাসনের জনগণকে রক্ষার কথা, সেখানে যদি তারাই জনগণের উপর হামলা করে, তাহলে মানুষ কোথায় যাবে? আমার ভাই-বোনেরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে অসহায়ভাবে জীবন যাপন করছে। তার উপর আবার যদি এভাবে নির্যাতন চলে, তবে তা মেনে নেওয়া হবে না।”
বকুল হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি হামলা ও নির্যাতন বন্ধ না হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব।” তিনি প্রশাসনকে আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা সমাধানের আহ্বান জানান।বিএনপির এই নেতা অভিযোগ করেন, হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি আহতদের চিকিৎসা নিতেও বাধা দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে, বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়ে বকুল বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশায় আছি। কিন্তু যদি সরকার আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাহলে এর পরিণতি ভালো হবে না।”তিনি সরকারের কাছে প্রশ্ন তোলেন, “মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান দেওয়ার কথা থাকলেও, আমাদের এই মানুষগুলোর বাসস্থান কোথায় ,গত রবিবার নগরীর খালিশপুর মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেট সি ব্লক (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনী) এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।
পরদিন সোমবার বিকালে রকিবুল ইসলাম বকুল ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস,৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শেখ জাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।