খুলনার খবর ||হিন্দু-মুসলিম এক হয়ে দেশ রক্ষা করতে চান গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার সকলকে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।”
তিনি তরুণ প্রজন্মের প্রথম ভোট “দাঁড়িপাল্লার পক্ষে হোক” এই শ্লোগান দিয়ে সমর্থন জানান।
গোলাম পরওয়ার সকলকে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “যারা আদর্শ দিয়ে আদর্শ মোকাবেলা করতে পারে না, তারাই ‘রাজাকার’ নামে অপপ্রচার চালাচ্ছে। তবে নতুন প্রজন্ম এসব বিভ্রান্তি বিশ্বাস করে না।”
গোলাম পরওয়ার বলেন, “হিন্দু-মুসলিম এক হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান, যেখানে সকল ধর্ম ও মতের মানুষ সমান মর্যাদায় বসবাস করবে।”
শুক্রবার ২৬ শে সেপ্টেম্বর ২৫ সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, তাদেরকে কেউ হুমকি দিলে আইন শৃঙ্খলা বাহিনী কাউকেই ছাড় দেবে না। সকলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে।”
সমাবেশে জামায়াতের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ আরও অনেকে।
গোলাম পরওয়ার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা তেও অংশ নেন। সেখানে তিনি জানিয়ে দেন যে, জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও সমতা প্রতিষ্ঠায় কাজ করবে।
বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন, যারা এই সমাবেশে তাদের বক্তৃতা প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।