খুলনার খবর ||খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন বিরাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে নতুন শাড়ি বিতরণই তার স্পষ্ট প্রমাণ।
তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন—“বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারাই প্রকৃত বাংলাদেশি নাগরিক, সবার সমান অধিকার রয়েছে।”
শনিবার সকালে নগরীর শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি অতীতের মতো কোনো ফ্যাসিবাদী রাজনীতির সাথে নেই, বরং শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই দলের লক্ষ্য।
তারেক রহমানের ৩১ দফার দিক তুলে ধরে মনা বলেন, প্রতিটি পরিবারে একটি ফ্যামিলি কার্ড চালু হবে, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সংগ্রহ করা যাবে। পাশাপাশি হেলথ কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
তিনি ’৭১ সালের অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, যারা লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ করেছে, তারাই এখন বেহেশতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে—জনগণকে এদের থেকে সাবধান থাকতে হবে।
তিনি মন্দির রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতলাবাড়ি মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান ও খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ।
এছাড়া অনুষ্ঠানে সুজনা, জলি, মেশকাত আলী, মাহাবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান লিটন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।