খুলনার খবর || খুলনা মহানগর সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির পক্ষ থেকে মঙ্গলবার ৩০ শে সেপ্টেম্বর সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা শ্রীশ্রী হরিজন পূজা পূজামন্ডপ পরিদর্শন ও কোমলমতি শিশুদের আর্থিক অনুদানসহ বই, বস্ত্র খেলনা সামগ্রী বিতরণ করেন।
এ সময় নগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা বলেছেন, প্রতিবছর সনাতনীদের মিলনমেলায় পরিণত হয় দুর্গাপূজা। ঐতিহাসিককাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এবারও এর ব্যতিক্রম হবে না। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে বিএনপি’র সকল স্তরের নেতৃবৃন্দ মাঠে রয়েছে।
মন্দির পরিদর্শন ও কোমলমতি শিশুদের জন্য আর্থিক অনুদান,বই, বস্ত্র খেলনা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,
মহানগর সেচ্ছাসেবক দল এর যুগ্ম আহবায়ক, আহমেদ সিরাজি রুবেল, সাইফুল মল্লিক, মিরাজ শাহিন শুভ, ইবাদুল হক,মনজুর শাহীন রুবেল, নাইম হাসান হাসিব, সিফাত আহমেদ রিকি।
সদস্য ইব্রাহিম তালুকদার নয়ন, আশরাফুল আলম, এজাজ শেখ, হাসান শেখ,ফয়সাল আমীন দ্বীপ, বাবু মোল্লা, ফরিদ হাসান গাজী। সদর থানা সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ সহ অংগ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।