খুলনার খবর || খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা ৩নং ওয়ার্ডে তানভীর হাসান শুভ (২৯) নামে এক যুবককে তার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়,গতরাত মঙ্গলবার গভীর রাতে শুভ নিজের কক্ষে মোবাইলে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার কক্ষে গিয়ে জানালা দিয়ে গুলি চালানোর ঘটনা দেখতে পান। কক্ষের ভেতর থেকে গুলির তিনটি খোসা উদ্ধার করা হয়।
শুভকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে গুলির চিহ্ন শনাক্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তার লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান,নিহত তানভীর হাসান শুভ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ যাওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ জানায়, কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।