আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট || আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (সদর বাগেরহাট-চিতলমারী–মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে—এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন শেখ মনজুরুল হক রাহাদ ।
তিনি জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্র শিবিরের জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, তরুণ নেতৃত্ব, সংগঠনের প্রতি নিবেদন ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই মনজুরুল হক রাহাদকে বাগেরহাট-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী “দাঁড়িপাল্লা” প্রতীকে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নামছে, যেখানে মনজুরুল হক রাহাদের মতো তরুণ নেতৃত্ব নতুন রাজনৈতিক ধারার বার্তা বয়ে আনবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।