নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ||
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে নিষিদ্ধ দুধরাজ খালে অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এসময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকার গলদা ও সাদা মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।
শনিবার (১১ অক্টোবর) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম–১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক জেলেরা হলেন—লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে।
বন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “অভয়ারণ্যের নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করে মামলা করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।