খুলনার খবর || খুলনা মহানগরীর মোস্তার মোড় কৈয়া বাজার রোডের খৈইয়ে তলায় যৌতুকের দাবিতে এক তরুণ গৃহবধূর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনে গুরুতর আহত হয়েছেন লামিয়া আক্তার (১৯)। নির্যাতনের পর তাকে দুইতলার ছাদ থেকে ফেলে দেওয়ায় তিনি এখন স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হওয়ার আশঙ্কায় আছেন।
অভিযোগ অনুযায়ী, লামিয়ার স্বামী আব্দুল্লাহ আল ইমরান খুলনা ওয়াসায় কর্মরত। বিয়ের পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিয়মিত যৌতুক দাবি করে আসছিলেন। নগদের দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে সম্প্রতি তার ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দার নির্যাতন। লামিয়ার মাথার চুল কেটে দেওয়া হয়, গলা টিপে ধরা হয় এবং পরে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
চিকিৎসকরা জানান, লামিয়ার কোমর ও পিঠের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখন হাঁটতে বা নিজের সন্তানের যত্ন নিতে অক্ষম। চোখে পানি আর কণ্ঠে কান্না মিশিয়ে লামিয়া বলেন, “আমি শুধু স্ত্রী হিসেবে সম্মান আর ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে মানুষ হিসেবে দেখেনি। এখন আমি চলতেও পারি না, আমার ১১ মাসের মেয়েকে নিয়ে পথে পথে ঘুরছি।”
প্রতিবেশীরা জানান, ঘটনার দিন রাতে লামিয়ার আর্তচিৎকারে তারা ছুটে গেলেও ইমরান ও তার পরিবার দরজা বন্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহায়তায় লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই ইমরান ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে লামিয়ার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মানবিক কারণে তার চিকিৎসা ও সন্তানের দেখভালের দায়িত্বও সরকারের নেওয়া উচিত বলে মত দিয়েছেন সমাজকর্মী ও এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।